
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ইদ্রিস সরকারকে সভাপতি, মিজানুর রহমানকে সেক্রেটারী ও আবু তাহেরকে সাংগঠনিক সম্পাদক করে ৮১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন হয়। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে হোটেল মিয়ামীতে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতা ইদ্রিস সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক এডভোকেট ফরিদ উদ্দিন ভূইয়া, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক অধ্যাপক সুলতান কবির আহমেদ। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সেক্রেটারী গিয়াস উদ্দিন, দেবিদ্বার এসএ সরকারী কলেজের সাবেক ভিপি ও পৌর যুবদলের সভাপতি মহিউদ্দিন আহমেদ মাহফুজ , যুবদল নেতা রেজাউল করিম শাহিন (ভিপি শাহিন), কাজী মাসুদ, উপজেলা ছাত্রদল নেতা মিজানুর রহমান আখন্দ, জেলা ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক এসএম ইমরান হাসান, মিজানুর রহমান ও কামাল উদ্দিন প্রমুখ।