
পেনসেলভিনিয়া অঙ্গরাজ্যের ঐতিহ্যবাহী শহর ফিলাডেলফিয়া শহরের আপার ডারবির আমেরিকান লেজিওন পোস্ট ২১৪ অডিটরিয়ামে উপচে পড়া দর্শক-শ্রোতাদের উপস্থিতিতে সম্প্রতি ফিলাডেলফিয়া প্রবাসী বাঙ্গালীদের উদ্যোগে এই প্রথম জীবনমূখী গান-কবিতা-নৃত্যতালের মনোমুগ্ধকর আয়োজন মনভরে উপস্থিত সকলেই পিনপতন নীরবতায় উপভোগ করেছে। অত্যন্ত সুন্দর পরিবেশে সাজানো এই অনুষ্ঠানটি সকলের প্রসংশা কেড়ে নিতে পেরেছে। অনুষ্ঠানের শুভসূচনা ঘোষণা করেন আয়োজক কমিটির সদস্য সচিব এবিএম বাহাউদ্দীন আলতামাস বাবুল, কবি, লেখক, প্রকাশক ও বার্তা সংস্থা বাপ্স নিউজ বিশেষ সংবাদদাতা এবিএম সালেহ উদ্দীনকে এবং ফিলাডেলফিয়ার সুপরিচিত মুখ শাদ আলম।
এবিএম সালেহ উদ্দীন এবং শাদ আলম এর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠান প্রানবন্ত হয়ে উঠে। অনুষ্ঠানের প্রথমেই আয়োজকদের মঞ্চে আহ্বান করা হয়। আয়োজকদের মাঝে মঞ্চে আসেন রাজু, স্বজল, আশিক ইকবাল কিরন, নূরুল হাসান, সাহেব উদ্দিন, বাবুল আক্তার, দীপ্তি, মামুন আনসারী, মামুনুর রশিদ, হাবিব, মোঃ সেলিম স্বপন, তোজাম্মেল আলী, মহিউদ্দীন, রেজাউল করিম, জয় হোসেন, আফসার, এবিএম বাহাউদ্দীন আলতামাস বাবুল ও তোজ্জাম্মল হক।

প্রখ্যাত সঙ্গীতজ্ঞ মুস্তাফা জামান আব্বাসী উপস্থিত সকলকে ধন্যবাদ জানান তিনি বিদেশ বিভূয়ে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি প্রসারে সকলের প্রতি ধন্যবাদ জানান।
আয়োজকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আহ্বায়ক তোজাম্মেল হক ও সদস্য সচিব এবিএম বাহাউদ্দিন আলতামাস বাবুল।

এরপরই অনুষ্ঠিত হয় কাব্য জলসা। এতে প্রথমে ইংরেজী কবিতা আবৃতি করে এই প্রজন্মের কিশোরী অরিন। পুরষ্কার প্রাপ্ত কবি ডা: কাওয়াসারী মালেক রোজী, ত্রৈ-মাসিক সাহিত্য সংকলন শব্দগুচ্ছ সম্পাদক কবি হাসান আল আব্দুল্লা ও রাশেদ সরওয়ার। এতে কবি হাসান আল আব্দুল্লাহ তিনটি বাকী সকলেই একটি করে কবিতা আবৃতি করেন। কাব্য জলসার পর উপস্থাপক এবিএম সালেহ উদ্দীন মঞ্চে আহ্বান করেন বিশিষ্ট লেখিকা, উপস্থাপিকা, প্রখ্যাত রম্যলেখক সৈয়দ মজতবা আলীর স্নেহধন্য ভাগ্নী, রাষ্ট্রপতি পদক প্রাপ্ত শিক্ষয়িত্রী, সমাজ সেবী ৪টি গ্রন্থের লেখক কবি আসমা আব্বাসীকে। তিনি কবিতা আবৃতি করে উপস্থিত সকলের মন জয় করেন।
উপস্থাপক শাদ আলম মঞ্চে আহ্বান করেন কবি ও সাংবাদিক এবং ১২টি গ্রন্থের লেখক সালেম সুলেরীকে। তিনি তার কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা আবৃতি করেন এবং কিছু কথা বলে সকলের প্রসংশা কুড়ান। এরপর ছিল নিউইয়র্কের নতুন প্রজন্মের নৃত্য শিল্পী ও পরিচালক নারমিন রহমানের নৃত্য পরিবেশনা। অতপর সঙ্গীত পরিবেশন করেন নতুন প্রজন্মের প্রজ্ঞা দে। সঙ্গীত পরিবেশনে ভাওয়াইয়া গান পরিবেশন করেন ডা: নার্গিস রহমান এবং রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন চিত্রা এশ। আরও একটি সঙ্গীত পরিবেশন করেন নতুন প্রজন্মের শিল্পী সাইমন আলম তাসু। এরপর প্রথম একটি নজরুলগীতি এবং ‘ঝলমলে চাঁদ’ এ্যালবাম থেকে ২টি মোট তিনটি সঙ্গীত পরিবেশন করেন নিউইয়র্কের সুরবিতান সঙ্গীতালয়ের অধ্যক্ষা শামীমআরা আফিয়া।
