স্টাফ রিপোর্টার, মুরাদনগর:
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার সকালে যক্ষ্মা প্রতিরোধে ১ দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালা উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার গোলাম মোস্তফা খান। ন্যাশনাল টিবি কন্ট্রোল প্রোগ্রাম এর উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন ডাক্তার ইকবাল আনোয়ার, ডাক্তার কামাল উদ্দিন, জেলা ব্্র্যাক স্বাস্থ্য কর্মসূচির ব্যবস্থাপক ফজলুর রহমান, সাংবাদিক হাবিবুর রহমান, প্রোগ্রাম অর্গানাইজার শামছুল হক, উপজেলা ব্্র্যাক স্বাস্থ্য কর্মসূচির ব্যবস্থাপক আব্দুস ছামাদ প্রমুখ। এতে মেডিকেল অফিসার, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, ল্যাবরেটরী টেকনিশিয়ান, নার্স ও সাংবাদিকসহ মোট ৩৫ জন অংশগ্রহন করেন। উক্ত কর্মশালায় জানানো হয় যে, গত ৩ বছরে ১ হাজার ৫৭৮ জন যক্ষ্মা রোগী মুরাদনগর উপজেলায় চিিহ্নত করা হয়। এ পর্যন্ত ৮৭% রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এ সংক্রামক ব্যাধি থেকে রা পেতে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...