
কুমিল্লার তিতাস উপজেলা পরিষদের জুলাই মাসের সমন্বয় কমিটির সভা গত সোমবার বেলা ১১টায় উপজেলা সভাকে অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম.কে আনোয়ার। উক্ত সমন্বয় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মুন্সী মুজিবুর রহমান ও নুরুন নাহার পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা আবদুর রশীদ মোল্লা, উপজেলা প্রকৌশলী মোঃ শাহজাহান, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহানা আফরোজ, প্রাণী সম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ, মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, সমবায় কর্মকর্তা মানসী ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান, নির্বাচন কর্মকর্তা কাজী আবু বকর সিদ্দিক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মতিউর রহমান, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সিরাজুল ইসলাম সরকার, উপজেলা শিক্ষা কমিটির সদস্য আক্তারী খানম, ইউনিয়ন চেয়ারম্যানদের মধ্যে আক্তারুজ্জামান আক্তার, এমদাদ হোসেন আখন্দ, ফারুক মিয়া সরকার, মোবারক হোসেন ভূঁইয়া, জাহাঙ্গীর আলম ও লিয়াকত আলী প্রমূখ।
সভা শেষে উপজেলা পরিষদের আওতাধীন বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি বা কর্তৃপক্ষের অনুকূলে চেক বিবরণ করা হয়।