ঢাকা, ২৩ জুলাই ২০১০ (কুমিল্লাওয়েব ডটকম) :
গ্রেপ্তারের কয়েক ঘন্টা পরেই জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমসহ আটক ৮ ছাত্রদল নেতাকে ছেড়ে দিয়েছে র্যাব। এরআগে র্যাব-৯ এর সদস্যরা তাদেরকে হবিগঞ্জ-মৌলভীবাজার সড়কের সাতগাঁও এলাকা থেকে আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আটক করে। হবিগঞ্জে জেলা ছাত্রদলের সম্মেলনকে কেন্দ্র বিবদমান দুটি গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আলিমসহ আট ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলিম গ্রেপ্তার
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলিমকে শুক্রবার সন্ধ্যায় শ্রীমঙ্গল থেকে গ্রেপ্তার করেছে র্যাব। হবিগঞ্জে জেলা ছাত্রদলের সম্মেলনকে কেন্দ্র বিবদমান দুটি গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আলিমসহ আট ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ ৮ বছর পর জেলার পৌরসভা মাঠে সম্মেলন করতে গেলে কমিটি নিয়ে দুটি গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সৃষ্টি হয় আজ । খবর পেয়ে র্যাব ঘটনাস্থলে এলে তারা র্যাবের গাড়িকে বেরিকেড দেয়। পরে শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকা থেকে আলিমসহ আট ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়।