
২২ জুলাই কুমিল্লার তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে যক্ষ্মা নিয়ন্ত্রণের উপর কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় যক্ষ্মা নিয়ন্ত্রণের বিভিন্ন ধাপ নিয়ে আলোচনা করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আবদুল রশীদ মোল্লা, ব্র্যাকের যক্ষ্মা নিয়ন্ত্রণ জেলা ম্যানেজার ফজলুর রহমান, যক্ষ্মা নিয়ন্ত্রণের জেলা প্রশিক্ষক ডাঃ সামছুল হক, উপজেলা ডেন্টার সার্জন বদরুল আলম, উপজেলা সহকারী সার্জন ডাঃ হুমায়ুন কবির, ডাঃ মোঃ সামছুদ্দিন আহমেদ সুমন, ব্র্যাকের উপজেলা ম্যানেজার হাসান আলী ও সাংবাদিক নাজমুল করিম ফারুক। কর্মশালায় উপজেলা ডট্স কমিটি, স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী, ষ্টাফ নার্স, স্বাস্থ্য সহকারীসহ ব্র্যাকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।