
”মাছের উৎপাদন বৃদ্ধিকর-খাদ্য নিরাপত্তা নিশ্চিত কর” এ শ্লোগান নিয়ে সারা দেশের মত কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বুধবার উদ্বোধন করা হলো ৬ দিন ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ। এ উপলক্ষে উপজেলা পরিষদ ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আলোচনা এবং র্যালী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মামুনুর রশীদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রাজী মোহাম্মদ ফখরুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: কবির আহমেদ, দেবিদ্বার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, মৎস্য সংগঠনের নেতা মো: ছিদ্দিকুর রহমান ভূইয়া ও মৎস্য চাষী মো: মজিবুর রহমান প্রমুখ।