হাজীগঞ্জে ইয়েস ফ্রেন্ডস গ্রুপ গঠন


হাজীগঞ্জ, ২০ জুলাই ২০১০ (কুমিল্লাওয়েব ডটকম) :
দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই- এই স্লোগানকে সামনে রেখে সনাক-চাঁদপুর ও টিআইবি’র উদ্যোগে এবং ইয়েস গ্রুপের সহযোগিতায় হাজীগঞ্জ রোটারী ভবন মিলনায়তনে বৃহস্পতিবার ইয়েস ফ্রেন্ডস্ গ্রুপ গঠন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অংশগ্রহণ বক্তব্য রাখেন সনাক সদস্য ও ইয়েস উপ-কমিটির সদস্য সচিব অধ্যাপক মোঃ মোশারেফ হোসেন এবং হাজীগঞ্জ ইয়েস ফ্রেন্ডস গ্রুপের সমন্বয়কারী কাজী আব্দুর রহমান।
সভায় বক্তারা বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। দেশের বিভিন্ন আন্দোলন সংগ্রামে এদেশের লক্ষ তরুণ ঝাপিয়ে পড়েছিল, তেমনিভাবে দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানানো হয়। সকলকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করার আহ্বান জানান। তরুণরাই পারবে আগামীকে জয় করতে। সভায় হাজীগঞ্জের কাজী আব্দুর রহমানকে সমন্বয়ক করে ২০ সদস্য বিশিষ্ট্য ইয়েস ফ্রেন্ডস গ্রুপ গঠন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইয়েস গ্রুপের বদিউজ্জামান ইমন।
-প্রেস বিজ্ঞপ্তি

Check Also

যে কোনো আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে : বিএনপি

চাঁদপুর প্রতিনিধি :– চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাধারণ সভায় বক্তারা বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম ...

Leave a Reply