
২৮ লাখ টাকা ব্যয়ে মুরাদনগর উপজেলার কোরবানপুর-কালিগঞ্জ সড়ক নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুন আল রশীদ। আওয়ামীলীগ নেতা আবদার আলীর সভাপতিত্বে মঙ্গলবার দুপুরে কোরবানপুর বাজারে আয়োজিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক স্বপন কুমার সাহা, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতির কোষাধ্যক্ষ শাহেদুল আলম শাহেদ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বন কুমার শিব, ছাত্রলীগ নেতা ওমর ফারুক, নুরুজ্জামান মাস্টার ও ফিরোজ মিয়া প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুন আল রশীদ বলেন, বর্তমান সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী বলেই বিরোধী দল অরাজকতা সৃষ্টি করে উন্নয়ন কাজ ব্যাহত করতে চায়। তিনি বিরোধী দলের সকল অশুভ কর্মকান্ড প্রতিহত করার জন্য দলীয় নেতা-কমীদের নির্দেশ দেন।
তিনি গন-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে সমাজ থেকে দুর্নীতি, সন্ত্রাস, মাদক দুর করার লক্ষে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সকলের প্রতি উদাত্ব আহবান জানান।