
কুমিল্লার মুরাদনগর উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম শওকত ইকবাল শাহীন ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বেগমকে সোমবার বিকেলে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে সংবর্ধনা দেয়া হয়। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুন আল রশীদ এর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম শওকত ইকবাল শাহীন, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান ইউছুফ সোহেল, মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লোনা, সহকারী কমিশনার ভূমি আশরাফুল আলম খান, থানার ওসি আমিরুল আলম, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ বশীর, আবু মুছা সরকার, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ, হিসাব রক্ষন কর্মকর্তা আবুল কালাম আজাদ ও প্রশিক্ষন কেন্দ্রের প্রশিক্ষক আয়শা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন পল্লী বিদ্যুৎ সমিতির কোষাধ্যক্ষ শাহেদুল আলম শাহেদ ও কোরআন তেলাওয়াত করেন উপজেলা পরিষদ মসজিদের মুয়াজ্জিন আমজাদ হোসেন।