মাসুমুর রহমান মাসুদ, স্টাফ রিপোর্টার চান্দিনা:
চান্দিনা পৌরসভার ছায়কোট মৌজায় তুলাতলী গ্রামে গত রবিবার (১১ জুলাই) সকালে বার শতাংশ অবৈধ দখলকৃত সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা ভূমি অফিস কর্মকর্তারা। ওই জমিতে একটি খাল ছিল। দীর্ঘদিন যাবৎ কতিপয় ব্যক্তি ওই খালটি দখল ও ভরাট করে। ফলে পার্শ্ববর্ত প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার রাস্তাসহ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। বর্ষা মৌসুমে মানুষের চলাচলে অনুপযোগী হয়ে পড়ায় গ্রামবাসীর পক্ষে শফিকুল ইসলামের ছেলে আসাদুজ্জামান রিপন এর অভিযোগের প্রেক্ষিতে রোববার ওই উদ্ধার অভিযান চালানো হয়। উদ্ধার অভিযানে সার্ভেয়ার জান্নাতুল ফেরদৌস, পৌর ভূমি সহকারী কর্মকর্তা আবদুল কাদের, এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন ইউনুছ মিয়া, সুভাষ ঘোষ, আলফু মিয়া, ফজলুল করিম, জয়নাল আবেদনীনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। খাস জমিটি উদ্ধারের ফলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন হবে বলে এলাকাবাসী জানিয়েছেন।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...