
মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের উত্তর পেন্নই দারুল ইসলাম দাখিল মাদ্রাসা মাঠে শনিবার দুপুরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন এস এ সরকার ফাউন্ডেশন ও মিউচুয়াল এন্ড যুগান্তর কো অপারেটিভ এর চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া। মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মুন্সী গোলাম হাক্কানীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ বশীর, সাবেক ইউপি চেয়ারম্যান বাকিস মিয়া, মাতৃ ইন্টারন্যাশনাল কোং এর পরিচালক রকিব উদ্দিন আহাম্মদ, অধ্যাপক শাহ আলম, অধ্যাপক দেওয়ান নকিবুল হুদা, মাদ্রাসার সুপার মাওলানা গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা মনিরুল হক মানিক, যুগান্তর ফাইন্যান্স কমার্স লি: এর পরিচালক আবুল হোসেন রনি, মোখলেছুর রহমান ভাসানী, ডাক্তার ফারুক আহমেদ ও বশির আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওলানা মজিবুর রহমান। উল্লেখ্য, সম্প্রতি প্রকাশিত দাখিল পরীক্ষার ফলাফলে উক্ত মাদ্রাসা থেকে ২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ সহ কৃতিত্বের সাক্ষর রেখে শতভাগ পাশের সাফল্য অর্জন করেছে। বক্তারা ১০ বছর পূর্বে প্রতিষ্ঠিত উত্তর পেন্নই দাখিল মাদ্রাসাটি এমপিও ভুক্ত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
প্রধান অতিথি আলহাজ্ব গোলাম কিবরিয়া বলেন, মাদ্রাসা শিক্ষা এখন আর অবহেলিত নয়। সরকার মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে যথেষ্ট আন্তরিক। তিনি আরো বলেন, দুনিয়া ও আখিরাতকে পেতে হলে ইসলামী শিক্ষার মাধ্যমে উত্তম চরিত্র গঠন করা শিক্ষার্থীদের অত্যাবশ্যক। তিনি এ মাদ্রাসাটি এমপিওভুক্ত করার ব্যাপারে বর্তমান সরকারের প্রতি জোর আহবান জানান। এবার দাখিল পরীক্ষায় এ মাদ্রাসা থেকে একজন জিপিএ-৫সহ শতভাগ পাশের সাফল্যের জন্য তিনি শিক্ষার্থী ও শিক্ষকদেরকে অভিনন্দন জানান।
প্রতিষ্ঠাতা আলহাজ্ব মুন্সী গোলাম হাক্কানী বলেন, মাদ্রাসা উন্নয়নে সকলের সার্বিক সহযোগিতা অপরিহার্য। প্রতিষ্ঠানটি আপনারা আন্তরিক ভাবে গড়ে তুলুন। এবার এমপিওভূক্ত থেকে বাদ পড়ায় শিক্ষকবৃন্দ হতাশ হয়ে পড়েছেন। আপনারা তাদেরকে সান্ত্বনা দিন এবং তাদের পাশে এসে দাঁড়ান। শিক্ষকবৃন্দ উৎসাহ পেলে ভবিষ্যতে আরো ভালো করে ক্লাশে পাঠদানে মনোযোগী হবেন। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আপনাদের ছেলে- মেয়েদের নিয়মিত খোঁজ-খবর রাখুন। ছেলে-মেয়েদের পড়া-শোনার প্রতি যত্নবান হউন। শিক্ষার্থীরা যাতে আদর্শ- সুনাগরিক হয়, সেদিকে সুদৃষ্টি রাখতে তিনি শিক্ষকবৃন্দের প্রতি অনুরোধ জানান।