ঢাকা, ০৭ জুলাই ২০১০ (কুমিল্লাওয়েব ডটকম) :
মোবাইল ফোন কোম্পানিগুলোকে সিম পরিবেশক ও খুচরা বিক্রেতাদের নামের তালিকা ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিটিআরসির কাছে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মোবাইল ফোনে চাঁদাবাজি প্রতিরোধে গঠিত সুপারিশ কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। ৩০ সেপ্টেম্বরের মধ্যে তালিকা বিটিআরসির কাছে জমা না দিলে লাইসেন্স বাতিলের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানান সাহারা খাতুন। তিনি বলেন, এ ব্যাপারে অক্টোবরের প্রথম সপ্তাহে সুপারিশ কমিটির নেতৃত্বে নীতিমালা চূড়ান্ত হবে। কেউ যেন মোবাইল ফোনে চাঁদাবাজি করতে না পারে সেজন্য নীতিমালা কঠোর করার সিদ্ধান্ত হয়েছে।
নতুন নীতিমালা অনুযায়ী ১৮ বছরের নিচে কেউ সিম কিনতে পারবে না। এ ছাড়া একজন ব্যক্তি কয়টি সিম কিনতে পারবেন সে বিষয়টিও আমরা বিবেচনা করা হচ্ছে।এছাড়া সিম পরিবেশক ও খুচরা বিক্রেতাদের অবশ্যই এসএসসি পাশ হতে হবে। তবে দীর্ঘদিন ধরে যারা সিম বিক্রি করছে কিন্তু এসএসসি পাস নয় এমন পরিবেশক ও খুচরা বিক্রেতাদের বিষয়টিও বিবেচনায় নেয়া হবে। ২০১১ সালের জানুয়ারি থেকে সিম বিক্রির ক্ষেত্রে অনলাইনের সহায়তা নেয়া হবে। এ সময় কেউ সিম কিনতে চাইলে অনলাইনে রক্ষিত তার ভোটার আইডি ও ড্রাইভিং লাইসেন্সে দেয়া তথ্যের সঙ্গে মেলানো হবে।
বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব, বিটিআরসির চেয়ারম্যান, পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মোবাইল ফোন কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...