স্টাফ রিপোর্টার:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের খালাসী মসজিদ এলাকায় গত মঙ্গলবার (৬জুলাই) ভোরে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কার চালক নিহত ও অপর ২ জন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যদর্শীরা জানান, ঢাকাগামী মালবাহী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১১-০০৯২) সাথে বিপরীতগামী একটি প্রাইভেট কারের (ঢাকামেট্রো-খ-১১-১০০৫) মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকার চালক গাইবান্দার ছিদ্দিকুর রহমান (৩০) নিহত হয়। আহত অজ্ঞাতনামা প্রাইভেট কারের যাত্রী (৩২) ও ট্রাকের হেলপারকে (২৮) চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ গাড়ী দুটি উদ্ধার করেছে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...