স্টাফ রিপোর্টার:
নতুন কর আরোপ ছাড়াই কুমিল্লা পৌরসভা ২০১০-২০১১ অর্থ বছরের জন্য ৪০ কোটি ১৯ লাখ ৩৭হাজার ৪০৬ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। গতকাল ৫ জুলাই কুমিল্লা পৌরসভার মেয়র মনিরুল হক সাক্কু কুমিল্লা পৌরসভার সকল কাউন্সিলর ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফের উপস্থিতিতে এই বজেট ঘোষনা করেন এবং পৌর পরিষদে তা সর্ব সম্মতভাবে অনুমোদিত হয়।
বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২০ কোটি ৩৯ লাখ ৪৬ হাজার ১২৩ টাকা, উন্নয়ন খাত ৭ কোটি ৪১ লাখ ৮৫ হাজার টাকা, মূলধন খাত ১ কোটি ৪৫ লাখ ১০ হাজার টাকা, পারম্ভিক জের ১০ কোটি ৯২ লাখ ৯৬ হাজার ২৮৩ টাকা সহ মোট আয় ধরা হয়েছে ৪৯ কোটি ১৯ লাখ ৩৭ হাজার ৪০৬ টাকা। অপর দিকে বাজেটে রাজস্ব ব্যয় ল্যক্ষ মাত্রা ধরা হয়েছে ৮ কোটি ৯৮ লাখ ৫৮ হাজার ৬৪৩ টাকা, উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ১৮ কোটি ১২ লাখ, ৪৪ হাজার, ৩৬২ টাকা, মূলধন খাত ১ কোটি ২২ লাখ ৬০হাজার টাকা সহ মোট ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি ৩৩ লাখ, ৬৩হাজার ৫টাকা। ২০০৯-২০১০ অর্থ বছরের সংশোধিত বাজেটে বরাদ্দ আয়ের লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছে ২৪ কোটি ২৯ লাখ, ৭১ হাজার ৯৯৫টাকা। ব্যয়ের লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩ কোটি ৩৬ লাখ ৭৫ হাজার ৭১২টাকা।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...