কুমিল্লা, ০৪ জুলাই ২০১০ (কুমিল্লাওয়েব ডটকম) :
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের শুশুন্ডা গ্রামে এসিড নিক্ষেপে স্বামী-স্ত্রীর শরীর জ্বলছে দিয়েছে দৃ®কৃতিকারীরা।
স্থানীয় ও পুলিশ সূত্র জানা যায়, গত শনিবার ৩ জুলাই গভীর রাতে উপজেলার শুশুন্ডা গ্রামের আয়েত আলীর ছেলে কাবিল (৩৫) তার বসতঘরে খাটের উপর ও স্ত্রী শানু আক্তার (২৫) দুই সন্তান সহ ফ্লোরে ঘুমিয়ে ছিল। ঘরের পশ্চিম পাশের জানালা দিয়ে অজ্ঞাত দু®কৃতকারীরা এসিড নিক্ষেপ করে কাবিলের ও তার স্ত্রীর শরীর জ্বলসে দেয়। গুরুতর আহত অবস্থায় কাবিলকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) মো: আইয়ূব ও মুরাদনগর থানার অফিসার ইনচার্জ আমিরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। গতকাল রবিবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।
Check Also
কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল
নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...