কুমিল্লা, ০২ জুলাই ২০১০ (কুমিল্লাওয়েব ডটকম) :
দেবিদ্বারের মোহাম্মদপুর সেরাজুল হক কলেজে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম গোলাম মোস্তফা এমপিকে কলেজ ও এলাকাবাসীর পক্ষ থেকে গতকাল বিকালে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নিজামী, মুজাহিদ ও স্ঈাদী ৩ রাজাকারের গ্রেফতারে খালেদা জিয়ার মাথা খারাপ হয়ে গেছে, তাই তিনি আবোল তাবোল বকতে শুরু করেছেন।
তিনি বলেন এ দেশের মাটিতে অবশ্যই যুদ্ধাপরাধীদের বিচার হবে। আহমদ হোসেন আরো বলেন,বঙ্গবন্ধুই স্বাধীনতার ঘোষক। জিয়াউর রহমান শুধু আদেশ পালন করেছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর কুন্ডু গোপী দাস, কুমিল্লা উত্তর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার প্রমুখ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ক্লোজআপ ওয়ান তারকা সালমা, কন্ঠ শিল্পী চুমকি, ক্ষুদে গানরাজ জুয়েল রানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক সেরাজুল হক কলেজের গভর্নিংবডির সভাপতি অধ্যক্ষ এম. হুমায়ুন মাহমুদ।
Check Also
কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল
নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...