এম.এ হোসেন :
বিগত তত্বাবধায়ক সরকারের আমলে বিএনপি দলীয় সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীসহ ২১ জন বিএনপি’র নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা,লুটসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একটি মামলার অভিযোগ থেকে বুধবার আদালত মুন্সীসহ সকল আসামীকে অব্যাহতি দিয়েছে।
জানা যায় কুমিল্লা জেলার দেবিদ্বারের আ’লীগ নেতা আবদুল মতিন মুন্সীকে মারধর, তার বাসায় হামলা , লুটপাট এবং চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ২০০৭ সালের ১৭ জুন ওই আ’লীগ নেতা বাদী হয়ে সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীসহ ৪৫ জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে দেবিদ্বার থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ মামলার তদন্ত শেষে সাংসদ মঞ্জু মুন্সী ও বিএনপি নেতা ভুলু পাঠান ও অধ্যাপক সুলতান কবিরসহ ২১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। কিন্তু মামলার যথাযথ সাক্ষী প্রমান না থাকায় আসামী পক্ষের আবেদনের প্রেক্ষিতে দীর্ঘ শুনানী শেষে বুধবার কুমিল্লা স্পেশাল জেলা ও দায়রা জজ আদালত মামলার অভিযোগ থেকে সকল আসামী কে অব্যাহতি প্রদান করেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট খন্দকার মিজানুর রহমান, এডভোকেট মিজানুর রহমান খান, এডভোকেট আতিকুল ইসলাম ও এডভোকেট কাইম উল হক রিন্টু।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...