মাসুমুর রহমান মাসুদ, স্টাফ রিপোর্টার :
জামায়াতে ইসলামী’র আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমীর দেলোয়ার হোসেন সাঈদী’র মুক্তির দাবিতে চান্দিনায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার (২৯ জুন) গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে মাগরিব এর নামায শেষে একটি ঝড়ো মিছিল উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। চান্দিনা পশ্চিম বাজারে এসে মিছিলটি দ্রুত শেষ হয় এবং নেতাকর্মীরা দৌড়ে স্থান ত্যাগ করে। মিছিলে নেতাকর্মীরা অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তির দাবি করেন।
Check Also
কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল
নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...