ঢাকা, জুন ২৯, ২০১০ (কুমিল্লাওয়েব ডটকম) :
জামায়াতে ইসলামির আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীকে গ্রেপ্তারে আনন্দ মিছিল করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্রসংগটন ছাত্রলীগ। মঙ্গলবার রাত ৮ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করে ছাত্রলীগ। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপন, সাধারণ সম্পাদক মাহফুজ হায়দার চৌধুরী রোটনসহ অন্যান্য নেতারা মিছিলে অংশ নেন। মিছিলটি টিএসসির সোপার্জিত স্বাধীনতা চত্ত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশে মিলিত হয়। সংক্ষিপ্ত এ সমাবেশ ছাত্রলীগ নেতারা জামায়াতের তিন শীর্ষ নেতার গ্রেপ্তারে আনন্দ প্রকাশ করে বক্তব্য প্রদান করেন।
এছাড়া কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতারা আনন্দ মিছিল করেছে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...