কুমিল্লা, জুন ২৯, ২০১০ (কুমিল্লাওয়েব ডটকম) :
রোববার দুপুের কলেজ থেকে বাসায় ফেরার পথে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের রসায়ন বিভাগের ৪র্থ বর্ষের ৩ ছাত্রীকে রিক্সার পেছন দিক থেকে একটি ট্রাক চাপা দিলে মাহফুজা খানম,ফারজানা আক্তার ও খোদেজা আক্তার শ্যামলী গুরুতর আহত হয়। আহত ৩ ছাত্রীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাহফুজার অবস্থা আশংকাজনক, ট্রাক তার পা থেতলে দেয়। সে অন্তস্বত্ত্বা, তার স্বামী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হিসাব কর্মকর্তা নাসির উদ্দিন। এদিকে দুপুর একটার দূর্ঘটনার খবর পেয়ে কলেজ ছাত্ররা ঘটনাস্থলে পৌঁছে বিএডিসির ৩টি ট্রাকে ভাংচুর চালায়। এসময় উত্তেজিত ছাত্ররা কুমিল্লা রেল স্টেশন সংলগ্ন কলেজ রোডের ধর্মপুর রেল ক্রসিংয়ে রেল লাইনের উপর পাইপ ফেলে অবরোধ সৃষ্টি করে। কোতয়ালী থানা পুলিশ ছাত্র প্রতিনিধিদের সাথে আলোচনায় বসে দূর্ঘটনার সাথে জড়িত ট্রাক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে বিকাল ৫টায় অবরোধ সরিয়ে নিলে টানা ৪ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় রেল চলাচল স্বাভাবিক হয়।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...