ঢাকা, ২৮ জুন, (কুমিল্লাওয়েব ডট কম) :
হরতাল পালনকালে ছাত্রলীগের হামলায় গুরুতর অসুস্থ বিএনপি’র ছাত্র বিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য শহীদউদ্দিন চৌধুরী এ্যানির উন্নত চিকিৎসার ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুনের সঙ্গে কথা বলেছেন স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদ। সোমবার দুপুরে এ বিষয়ে স্পিকার টেলিফোনে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। প্রয়োজনে শহীদউদ্দিন চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর উদ্যোগ নিতেও স্বরাষ্ট্রমন্ত্রীকে আহবান জানান স্পিকার।
স্পিকার আবদুল হামিদ সাংবাদিকদের বলেন, ‘একজন সংসদ সদস্যের চিকিৎসার প্রয়োজনীয়তার কথা শুনেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি।‘ ‘কোন মামলায় গ্রেপ্তার আছেন, সেটা গুরুত্বপূর্ণ নয়। তবে সবার আগে তার প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছি।’ বর্তমানে এ্যানি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...