সিরাজুল ইসলাম চৌধুরী,কুমিল্লা :
২৭ জুন কুমিল্লায় হরতাল চলাকালে গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ ও পিকিটিংসহ বিভিন্ন অভিযোগে কুমিল্লা জেলা সদর থেকে পুলিশ বিএনপি ও জামায়াতের ৩৫ জন নেতাকর্মীকে আটক করেছে। জেলা সদর থেকে ১৭ টি রোডে কোন যানবাহন ছেড়ে যায়নি। এদিকে জেলার মুরাদনগরের কোম্পানীগঞ্জে বিএনপি ও আওয়ামীলীগ পাল্টা-পাল্টি মিছিল বের করে। এ সময় পুলিশ-বিএনপি ও আ’লীগ নেতাকর্মীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। চান্দিনা উপজেলা সদরেও ঘটেছে অনুরুপ ঘটনা। চান্দিনার মাধাইয়া এলাকায় আ’লীগ নেতাকর্মীদের হামলায় আহত হয়েছে বিএনপি নেতা নেতা মাওলানা আবুল খায়ের ও কাজী এরশাদ। বুড়িচং উপজেলা সদরে সকালে আ’লীগ শোডাউন বের করে। এদিকে জেলা সদরের পূবালী চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান রাবেয়া চৌধূরী, সাবেক সাংসদ হাজী আমিন উর রশিদ ইয়াছিন। এছাড়াও মনিরুল হক সাক্কুর নেতৃত্বে জেলা বিএনপি’র অফিস থেকে শহরে বিএনপি মিছিল বের করা
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...