ঢাকা, ২৮ জুন, (কুমিল্লাওয়েব ডট কম) :
হরতাল চলাকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় র্যাব-পুলিশের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক আইন মন্ত্রী ও সংসদ সদস্য আব্দুল মতিন খসরু।
সোমবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, এভাবে কারো বাড়িতে ঢুকে মা-বোনদের ওপর র্যাব-পুলিশের হামলা মেনে নেয়া যায় না। এটা সভ্য আচরণ নয়। তিনি বলেন, দেশের গণমাধ্যগুলোতে হামলার দৃশ্য দেখে তিনি মর্মাহত হয়েছেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর দল বাংলাদেশ আওয়ামী লীগের শাসনামলে এমনটা হওয়া অনুচিত। গতকাল রবিবার টিভিতে র্যাব-পুলিশের কর্মকাণ্ড দেখে লজ্জায় আমার মাথা নিচু হয়ে গেছে।’ সরকারের সুদৃষ্টি পেতে র্যাব-পুলিশের সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেন করে তিনি দোষীদের খুঁজে বের করার আহবান জানান।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...