মাসুমুর রহমান মাসুদ,স্টাফ রিপোর্টার, চান্দিনা:
বাংলাদেশ পুওর উইমেন ডেভেলপমেন্ট এসেসিয়েশন বিপিডব্লিউডিএ’র উদ্যোগে গতকাল সোমবার (২৮ জুন) চান্দিনায় দুইশত দরিদ্র কিশোরীর মাঝে সব্জি বীজ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিপিডব্লিউডিএ’র নির্বাহী পরিচালক খালেদা খাতুন, প্রোগ্রাম ম্যানেজার ফখরুল ইসলাম প্রমুখ। সম্প্রতি দেবিদ্বারের ভৈষেরকুট, মোহনপুর, নবিয়াবাদ এবং নোয়াখালীর চর উড়িয়া ও এয়োজবানিয়া এলাকায় দরিদ্র কিশোরীদের মাঝে সব্জি বীজ বিতরণ করেছে সংস্থাটি। এসময় লাউ, কুমড়া, চিচিঙ্গা, বরবটি, ঢেঁড়শ, লালশাক, করলা ইত্যাদি বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...