তিতাসে উদ্ধারকৃত অজ্ঞাত মহিলা লাশের পরিচয় দু’দিনেও মেলেনি

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি :
তিতাস থানা পুলিশ উপজেলার কলাকান্দি ইউনিয়ানের কালাচান্দকান্দি গ্রাম সংলগ্ন কাউরিয়ার বিলে বস্তাবন্দি অজ্ঞাত মহিলা লাশ উদ্ধার করার দু’দিন পরও পরিচয় মেলেনি।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল ফয়সল জানান, শুক্রবার সকাল সাড়ে সাতটায় স্থানীয় গ্রাম পুলিশ বাবুল ফোন করে জানায়, কালাচান্দকান্দি গ্রাম সংলগ্ন কাউরিয়ার বিলে বস্তাবন্দি অবস্থায় একটি লাশ পানিতে ভাসছে। পুলিশ সকাল সাড়ে নয়টায় ঘটনাস্থলে পৌছে অজ্ঞাত মহিলা (২২) লাশটি উদ্ধার করে কুমিল্লা মর্গে প্রেরণ করে। মামলার এজাহার সূত্রে জানা যায়, আনুমানিক ১০/১২ দিন পূর্বে মহিলাকে শ্বাসরুদ্ধ করে বস্তার মধ্যে ইট, পাথরের পাটাসহ লাশটি বিলে ফেরে যায়। পরবর্তীতে লাশটি পচে ভেসে ওঠে এবং গন্ধ ছড়িয়ে পড়ে। মহিলার পড়নে লাল কামিজ ও সাদা সেলোয়ার ছিল। এ ব্যাপারে তিতাস থানায় একটি মামলা হয়েছে। মামলা নং-০৬,

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply