মাসুমুর রহমান মাসুদ,ন্টাফ রিপোর্টার চান্দিনা :
বিএনপি’র ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল বাস্তবায়ন করতে চান্দিনা উপজেলা ও পৌর ছাত্রদল ও যুবদল গতকাল শনিবার (২৬ জুন) বিএনপি কার্যালয়ে আলোচনা সভা করেছে। পৃথক সভায় যুবদল সভাপতি কাজী শাখাওয়াত হোসেন ও ছাত্রদল সভাপতি কাইয়ুম খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোঃ খোরশেদ আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন ভূইয়া, পৌর বিএনপি সভাপতি এ.বি.এম সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ্ আলমগীর খান, যুবদল সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল খায়ের, যুবদল নেতা আলী আশরাফ, আবুল বাশার, শাহজাহান মুন্সী, পৌর যুবদল সাধারণ সম্পাদক হাজী নূরুল ইসলাম, উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক কাজী জাকারিয়া পিন্টু, পৌর ছাত্রদল সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক পিয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল ছাত্তার, আর.এ কলেজ ছাত্রদল সভাপতি শাহজালাল, ছাত্রদল নেতা শরীফ সরকার, সাইফুল ইসলাম বাবর, জসীম উদ্দিন, মনজুরুল আলম, মাজহারুল ইসলাম প্রমুখ। সভা শেষে হরতাল সফল করতে একটি মিছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...