স্টাফ রিপোর্টার :
কুমিল্লাওয়েব এর স্টাফ রিপোর্টার মাসুমুর রহমান মাসুদ’র পিতার ব্যবসায় প্রতিষ্ঠান মাসুম অফসেট প্রেসসহ তিন ব্যবসায় প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৪ জুন) রাতে দুর্বৃত্তরা মাসুম অফসেট প্রেস থেকে নগদ ১লাখ ৫০হাজার টাকা, মুন্সী হার্ডওয়্যার থেকে নগদ টাকাসহ ১২ হাজার টাকার মালামাল এবং যমুনা হার্ডওয়্যার থেকে নগদ টাকাসহ ২৫ হাজার টাকার মালামাল লুটে নিয়েছে। দুর্বৃত্তরা প্রতিষ্ঠানগুলোর পেছনের অংশের টিনশেড বেড়া ভেঙ্গে প্রতিষ্ঠানে প্রবেশ করেছে বলে প্রতিষ্ঠান মালিকরা অভিযোগ করেছে। চান্দিনা থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম গতকাল শুক্রবার (২৫ জুন) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘটনার পর বিষয়টি স্থানীয় বণিক সমিতির সাধারণ সম্পাদক এবং কমিউনিটি পুলিশিং এর রণপাহারা প্রধানকে জানানো হলেও তারা ঘটনাস্থল পরিদর্শন করেনি বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...