ঢাকা, জুন ২৫ (কুমিল্লাওয়েব ডট কম) :
প্রধান বিরোধী দল বিএনপির ডাকা রোববারের হরতালে রাজধানীর প্রধান সড়কে মিছিল করলে এ্যাকশনে যাবে পুলিশ। মিরপুর-এয়ারপোর্টসহ প্রধান সড়কগুলোতে মিছিল নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। শুক্রবার রাজারবাগ পুলিশ টেলিকমে হরতাল নিয়ে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার এ কে এম শহীদুল হক এ কথা জানান।
হরতালে নাশকতামূলক কাজে জড়িত থাকতে পারে এ ধরনের ব্যক্তিদের তালিকা করা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাগুলোকে তাদের আটকের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান শহীদুল হক। তবে তালিকায় কতজন রয়েছে তা তিনি উল্লেখ করেননি। এছাড়া হরতালের আগে কোন গণগ্রেফতার হবে না বলে জানান তিনি। হরতালের সময় জনগনের যানমালের নিরাপত্তা রক্ষা ও যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রায় ১০ হাজার পুলিশ মাঠে থাকবে বলে জানান পুলিশ কমিশনার। পরিবহন মালিক সমিতির নেতারা পুলিশ কমিশনারের সাথে দেখা করে যানবাহন চালু রাখা হবে বলে জানিয়েছে। এবং এ ব্যাপারে পুলিশ কমিশনার তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তবে পুলিশ কমিশনার বলেন, যানবাহনের কোন ধরনের ক্ষতি হলে তার দায়িত্ব পুলিশ নেবে না।
বিরোধীদলকে রাজধানীর প্রধান সড়কে কোন ধরনের মিছিল সমাবেশ না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধান সড়কগুলোতে মিছিল বা সমাবেশ করলে জনগন নানা ভোগান্তিতে পড়ে। জনগনের ভোগান্তি কমাতে এসব সড়কে মিছিল নিষিদ্ধ করা হয়েছে। এসব সড়কে মিছিল করলে পুলিশ এ্যাকশনে যাবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে।
এছাড়া অন্যান্য ব্যবস্থার মধ্যে পুলিশ কন্ট্রোলরুমে ষ্ট্রাইকিং রিজার্ভ, সচিবালয়ে কেন্দ্রীয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, সাদা পোশাকে ডিবি’র বিশেষ দল থাকবে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...