কুমিল্লা, জুন ২৪, ২০১০ (কুমিল্লাওয়েব ডট কম) :
বাংলাদেশ আওয়ামীলীগের ৬১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ, জাতীয় এবং দলীয় ও অঙ্গসংগঠনের পতাকা উত্তোলন।
রামঘাটস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শিকদার। বক্তব্য রাখেন আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবদুর রউফ, কৃষকলীগ সভাপতি আলহাজ্ব ওমর ফারুক, সদর দক্ষিণ উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল হাই বাবলু, শহর আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট রুস্তম আলী, সাধারণ সম্পাদক আবুল কাশেম রৌশন, জেলা যুবলীগ সভাপতি শাহীনুল ইসলাম শাহীন, স্বেচ্ছাসেবক লীগ নেতা জসিম উদ্দিন এবং নিজাম উদ্দিন রাব্বী প্রমুখ।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...