ঢাকা, জুন ২৪, ২০১০ (কুমিল্লাওয়েব ডট কম) :
বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, প্রধান বিরোধী দল বিএনপি সরকারের বিরুদ্ধে আদাজল খেয়ে নেমেছে । বিরোধী দল খুব অল্প সময়ের মধ্যেই ওয়ান ইলেভেনের কথা ভুলে যাচ্ছে। বিরোধী দল অপপ্রচার চালিয়ে আওয়ামী লীগের কোনো ক্ষতি করতে পারবে না।
তিনি বলেন, ভোট ডাকাতি ঠেকাতে আগামী সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং পদ্ধতিতে ভোট গ্রহণের ব্যবস্থা করা হবে। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি মিথ্যাচার করে আবারো গণতন্ত্র ধ্বংস করতে চাচ্ছে। চুরি করলে চোর ধরা পড়ে উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতি ও চুরির ঘটনা কখনো ধামাচাপা দেয়া যায় না।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় দলের নেতা-কর্মীরা ছাড়াও মহাজোটের নেতারাও উপস্থিত ছিলেন।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...