মাসুমুর রহমান মাসুদ, স্টাফ রিপোর্টার :
চান্দিনা উপজেলার ধেরেরা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে মো. ওমর সানি (১৮) নামক এক বখাটেকে আটক করেছে পুলিশ। সে ধেরেরা গ্রামের আবু তাহের এর ছেলে। গতকাল বুধবার (২৩ জুন) সকালে তাকে কুমিল্লায় জেলহাজতে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার রাতে ধেরেরা গ্রামে নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম মিয়াজী বখাটে মো. ওমর সানি ও তার ছয় সহযোগীকে আসামি করে গতকাল বুধবার চান্দিনা থানায় একটি মামলা দায়ের করেন।
জানাগেছে, ধেরেরা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী নাজমীন আক্তারকে প্রায়ই উত্ত্যক্ত করত ওই দু®কৃতকারী। গত মঙ্গলবার (২২ জুন) বিদ্যালয় ছুটির পর বাড়ী ফেরার সময় মো. ওমর সানি ও তার সহযোগীরা তার ওড়না টেনে রেখে দেয় এবং এসিড দিয়ে মুখ ঝলসে দেয়ার হুমকি দেয়। মঙ্গলবার বিকেল থেকে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ওমর সানির বাড়ী ঘেরাও করে রাখে। ওই রাতেই পুলিশ তাকে আটক করে। আটকের পর পুলিশের তৎপরতায় উৎসুক এলাকাবাসী আনন্দ মিছিল করে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...