ঢাকা, জুন ২১ (কুমিল্লাওয়েব ডট কম) :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দফা দাবিতে ১ জুলাই থেকে অনির্দিষ্টকালের ছাত্রধর্মঘটের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার ঢাবিতে ছাত্রলীগের হামলায় ২৫ ছাত্রদল নেতা-কর্মী আহত হওয়ার প্রতিবাদে ছাত্রদলের দুপুরে কেন্দ্রীয় ছাত্রদল কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এ কথা জানান। ছাত্রদল সভাপতি ঐ হামলায় জড়িতদের বিচার এবং ঢাবি’র ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন।
আজ দুপুর ১২টার দিকে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহবায়ক আব্দুল মজিদের সঙ্গে সংগঠনের বেশ কয়েকজন নেতা-কর্মী মধুর ক্যান্টিনে বসে চা খাওয়ার সময় ছাত্রলীগ কর্মীরা ওই স্থান থেকে তাদেরকে সরে যেতে বললে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ছাত্রদলের কমপক্ষে ২৫ জন নেতা-কর্মী আহত হয়। আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আব্দুল মতিন, সিনিয়র যুগ্ম সম্পাদক ওবায়দুল হক নাসিম, যুগ্ম আহ্বায়ক মাহিদুল ইসলাম আসাদ ও হিরু, সহ-ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান সুমন, শহীদুল্লাহ হলের যুগ্ম আহ্বায়ক রেজিন, সুর্যসেন হলের কর্মী জাকারিয়া, শাহনেওয়াজ, বাবু, মাঈনুল, নাজমুল সাকিব, মুজিব হলের আবাসিক ছাত্র শফিক, সাহাবউদ্দিন শিহাব, শাহাদাৎ হোসেন রঞ্জু প্রমুখ।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...