মাসুমুর রহমান মাসুদ, স্টাফ রিপোর্টার :
চান্দিনায় তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২০ জুন) দুপুরে চান্দিনা পালকি সিনেমা হল এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো উপজেলার বেলাশ্বর গ্রামের নজরুল ইসলামের ছেলে গিয়াস উদ্দিন গেসু (১৮), সফিক মিয়ার ছেলে সজল (১৯), ও ফরিদ মিয়ার ছেলে সুজন (১৮)। এ ব্যাপারে ছিনতাইয়ের শিকার দেবিদ্বারের আলী আহম্মদ এর ছেলে রফিকুল ইসলাম বাদী হয়ে দ্রুত বিচার আইনে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করেছেন। গতকাল দুপুরে গ্রেফতারকৃতদের কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।
জানাগেছে, রোববার দুপুরে চান্দিনা পালকি সিনেমা হল থেকে বাংলা ছায়াছবি দেখে বেড় হওয়ার সময় সিনেমা হল এলাকায় রফিকুল ইসলাম নামক ওই দর্শক ছিনতাইয়ের কবলে পড়েন।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...