ঢাকা, জুন ২০,২০১০ (কুমিল্লাওয়েব ডট কম) :
দুর্বল অংশীদার হয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে থাকতে চান না বলে জানিয়ে দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ। দেশের রাজনীতি এখন জটিল আর্বতে। এ অবস্থায় জাপার নেতৃত্বের বিকল্প নেই। রবিবার বিকালে শেরপুর জেলা জাতীয় পার্টি আয়োজিত স্থানীয় দারোগালী পৌর পার্ক মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহাজোটকে নতুনভাবে সাজানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে উল্রেখ করে তিনি বলেন, দুর্বল অংশীদার হয়ে মহাজোটে আর থাকতে চাই না। জেলা সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মো. ইলিয়াছ উদ্দিনের সভাপতিত্বে সভায় দলের মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়ম সদস্য এমএ সাত্তার, ফকরুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মাহমুদ হাসান, অধ্যাপক আব্দুস সালাম, সফিকুল ইসলাম ঠান্ডা প্রমুখ বক্তৃতা করেন।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...