হরতালে বাধা দিলে দেশজুড়ে কঠোর আন্দোলন – বিএনপি


ঢাকা, জুন ২০ (কুমিল্লাওয়েব ডট কম) :
সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে বিএনপি। সাংবাদিক নির্যাতন ও সংবাদপত্র বন্ধের প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেয় দলটি।
আগামী ২৭ জুন ঘোষিত হরতালে বাধা দিলে দেশজুড়ে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে দলটি। মুক্তাঙ্গনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।বিএনপি নেতা নাসিরউদ্দিন পিন্টু, এহসানুল হক মিলন, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানসহ দলের কেন্দ্রীয় অন্যান্য নেতাদের মুক্তির দাবিতে বিকালে মুক্তাঙ্গনের সমাবেশে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্যরা।সরকারের কঠোর সমালোচনা করে মোশাররফ বলেন, বর্তমান সরকার গণতন্ত্রের লেবাসে একদলীয় বাকশালী শাসন ব্যবস্থা কয়েম করার পাঁয়তারা করছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে সতর্ক করে তিনি বলেন, সংবাদপত্রের মুখ বন্ধ করে অতীতে যেমন আপনারা পার পাননি, ভবিষ্যতেও এদেশের জনগণ আপনাদেরকে এ ধরনের স্বৈরাচারী কাজ থেকে বিরত রাখতে প্রস্তুত রয়েছে।
সাদেক হোসেন খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে খন্দকার মোশাররফ হোসেন দৈনিক ‘আমার দেশ’ পত্রিকা ও বেসরকারি টিভি চ্যানেল ‘চ্যানেল ওয়ান’ বন্ধের কঠোর সমালোচনা করেন। আগামী ২৭ জুন বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি সফল করতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেন ডিসিসি মেয়র সাদেক হোসেন খোকা।এদিকে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলে অংশ নেয়ার সময় গুরুতর অসুস্থ হয়ে পড়েন বিএনপি নেতা ও ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) মেয়র সাদেক হোসেন খোকা।
সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে মুক্তাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। মিছিলটি বিজয়নগর, শান্তিনগর, কাকরাইল, মালিবাগ, মৌচাক সড়ক হয়ে মগবাজারের দিকে যাওয়ার সময় হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা। সঙ্গে সঙ্গে তাকে গুলশান ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Check Also

করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত

বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...

Leave a Reply