কুমিল্লা, জুন ২০,২০১০ (কুমিল্লাওয়েব ডট কম) :
‘আমি যখন স্কুলে পড়াশুনা করতাম আজ থেকে ৬৫ বছর আগে স্কুলে স্কাউট করতাম। একবার স্কাউটের প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য সুদূর কলকাতাও গিয়েছিলাম। সত্যি কথা বলতে কী দেশের যেকোন দুর্যোগ মুহূর্তে স্কাউটরা যুগে যুগে নিবেদিত হয়ে কাজ করেছে। এইতো গত বছরও দেশের দক্ষিণাঞ্চলে আইলা দুর্গতের সেবায় স্কাউটরা অক্লান্ত পরিশ্রম করেছে। স্কাউট-এর শিক্ষা থাকলে মানুষ সততা, ধর্মীয় আচার-আচরণ ও দেশাত্ববোধে উদ্ধুদ্ধ হতে পারে। অর্থাৎ ছাত্রছাত্রীদের মাঝে দেশাত্ববোধ জেগে ওঠে। দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ে ৩ দিনব্যাপী স্কাউট সমাবেশ-২০১০ এর শুভ উদ্বোধন উপলক্ষে সাবেক সচিব, মন্ত্রী ও সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও দেবিদ্বারের সংসদ সদস্য এবিএম গোলাম মোস্তফা এ কথাগুলো বলেন।
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মামুনুর রশিদ ভূইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ হুমায়ুন মাহমুদ, দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদিন, দেবিদ্বার উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম কামাল, ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন-দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন জাকির ও চরবাকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় ৩ দিনব্যাপী স্কাউট সমাবেশের উদ্বোধন করেন। পরে তিনি মাঠে অংশগ্রহণকারী বিভিন্ন স্কুলের স্কাউটদের প্রদর্শনী দেখেন।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...