কুমিল্লা প্রতিনিধি:
১৯ জুন কুমিল্লায় সকাল থেকে কুমিল্লা সদর ও সদর দক্ষিণ উপজেলায় ১ লাখ ৫৫ হাজার ৬৫০টি বিদ্যুৎ সাশ্রয়ী সিএফএল (কমপ্যাক্ট ফুরোসেন্ট ল্যাম্প) বাল্ব বিতরণ করা হয়েছে। জেলা সদরে বাল্ব বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। কুমিল্লা বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, কুমিল্লায় বিদ্যুৎ বিতরণ কেন্দ্র শাসনগাছা-১, চর্থা-২ ও জাঙ্গালিয়া-৩ এর আওতায় ৩৮টি কেন্দ্রের মাধ্যমে ১৪ ওয়াটের ৮৫ হাজার ২৫০ ও ২৩ ওয়াটের ৭০ হাজার ৪০০টি বাল্বসহ মোট ১ লাখ ৫৫ হাজার ৬৫০টি বাল্ব ৩৮ হাজার ৫৯৬ জন গ্রাহকের মাঝে বিতরণ করা হয়। বিদ্যুৎ বিতরণ কেন্দ্র শাসনগাছা-১ এর নির্বাহী প্রকৌশলী রকিব উদ্দিন জানান, সিএফএল জ্বালাতে সাধারণ বাল্বের ৫ ভাগের এক ভাগ বিদ্যুৎ খরচ হয়। এতে বিদ্যুৎ বিল আসে অনেক কম। এছাড়াও আলো সাধারণ বাল্বের চেয়ে ৫ গুণ বেশি ও টেকসই। সর্বশেষ বিদ্যুৎ বিলের পরিশোধিত কপি ও সচল সাধারণ ৪টি বাল্ব জমা দিলে মিটারপ্রতি গ্রাহকদের ৪টি করে সিএফএল বাল্ব বিতরণ করা হয়। এদিকে, কুমিল্লায় সাধারণ বাল্বের বিনিময়ে বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব পেতে বাজার থেকে অধিকাংশ গ্রাহকের সাধারণ বাল্ব ক্রয় করার হিড়িক পড়ে যায়। অপরদিকে, বিতরণকৃত বাল্বের মধ্যে অনেক গ্রাহক অকেজো (ফিউজ) বাল্ব পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...