চট্টগ্রাম, জুন ১৮,২০১০ (কুমিল্লাওয়েব ডট কম) :
চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনের ২৫০টি ভোট কেন্দ্রের ফলাফলে বিএনপি সমর্থিত প্রার্থী এগিয়ে থাকলেও নির্বাচন কমিশন তা প্রকাশ করছে না বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মঞ্জুর আলমের প্রধান নির্বাচন সমন্বয়কারী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার রাতে এমএ আজিজ স্টেডিয়ামের পাশ্ববর্তী জিমনেশিয়ামে নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন কন্ট্রোল রুমে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।
সিসিসি নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হচ্ছে বলে অভিযোগ করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি দাবি করেন, নির্বাচনে প্রায় ২৫০টি কেন্দ্রের ভোটে ৫০ হাজারের অধিক ভোট পেয়ে মঞ্জুর আলম এগিয়ে আছেন। নির্বাচন কমিশন তা প্রকাশ করছে না বলেও তিনি অভিযোগ করেন। বিএনপি প্রার্থী যেখানে জয়ী সেখান থেকে ফলাফল খুবই ধীর গতিতে আসছে বলেও তিনি অভিযোগ করেন।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...