চট্টগ্রাম, জুন ১৭,২০১০ (কুমিল্লাওয়েব ডট কম) :
কয়েকটি বিচ্ছিন্ন সহিংস ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন ভোট গণনা চলছে। বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হয়ে একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। কয়েকটি কেন্দ্রে অনিয়ম ছাড়া শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়।কয়েকটি কেন্দ্রে বিএনপি সমর্থিত প্রার্থী মঞ্জুর আলমের এজেন্টদের প্রবেশ করতে দেয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি কেন্দ্রে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতা-কর্মীরা মহিউদ্দিনের পক্ষে ভোটগ্রহণ প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
চূড়ান্ত ফলাফল জেলা রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মিলনায়তনে ঘোষণা করা হবে।
এই নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে দেশে প্রথমবারের মতো ই-ভোট চালু হয়েছে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...