ঢাকা, ১৬ জুন (কুমিল্লাওয়েব ডট কম) :
চট্টগ্রাম সিটি করপোরেশেন নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশনকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার। ভোলা উপ-নির্বাচনের মতো সিটি নির্বাচনেও কারচুপি হলে সরকার পতন আন্দোলনের আগুন জ্বলবে। বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘সংবাদপত্রের কালো দিবস ও আজকের বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারের সমালোচনা করে এমকে আনোয়ার বলেন, জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না জেনে আওয়ামী লীগ দলীয় লোক নিয়োগের মাধ্যমে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করছে। এমকে আনোয়ার অভিযোগ করেন, বাকশালী দৃষ্টিভঙ্গি থেকে আওয়ামী লীগ আজো বের হতে পারেনি। ১৯৭৫ সালের ১৬ জুন আওয়ামী লীগ প্রায় সব পত্রিকা বন্ধ করে দিয়েছিলো। আজ তারা শুধু পত্রিকা ও চ্যানেল বন্ধ করছে তা নয়। পত্রিকার সম্পাদককেও রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতন করছে।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ, সাংবাদিক আব্দুল আউয়াল ঠাকুর, বেগম খালেদা ইয়াসমিন এবং এনপিপি চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু প্রমুখ।
গোলটেবিল বৈঠকে অবিলম্বে আমার দেশ পত্রিকা বন্ধের আদেশ এবং সম্পাদক মাহমুদুর রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির জোর দাবি জানানো হয়।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...