চট্টগ্রাম, জুন ১৬ (কুমিল্লাওয়েব ডট কম) :
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে আটক করেছে চট্টগ্রাম পুলিশ। মহানগর পুলিশের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম এ খবর নিশ্চিত করেছেন। চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার ওসি মাহবুবুল হক সাংবাদিকদের জানান, বিকাল সাড়ে ৫টার দিকে সাংসদ সালাউদ্দিন কাদেরকে আটক করা হয়।
বলিরহাট এলাকা থেকে তিনি ও তার কয়েকজন সহযোগী পাজেরো, মাইক্রোবাসসহ চারটি গাড়ি নিয়ে যাওয়ার সময় থানার অদূরে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে পুলিশের একটি টহলদল তাদের আটক করে। কিন্তু দুটি গাড়ি পুলিশের নির্দেশ অমান্য করে চলে যায়।
বৃহস্পতিবার অবাধ ও সুষ্ঠু নির্বাচনে দৃষ্টান্ত স্থাপনের প্রত্যাশা নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনে ভোট নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। ভোটগ্রহণের জন্য প্রায় ৫০ লাখ ব্যালট পেপার, ছয় হাজার স্বচ্ছ ব্যালট বাক্স, একটি ওয়ার্ডের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিনসহ প্রয়োজনীয় সামগ্রী বন্টন করা হচ্ছে। নির্বাচনী কর্মকর্তারা এগুলো নিয়ে কেন্দ্রে যাচ্ছেন। ভোটগ্রহনের জন্য প্রায় ১৫ হাজার কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় বিশ হাজার সদস্য ভোটের দিন নিয়োজিত থাকবেন। প্রতিটি সাধারণ ভোট কেন্দ্রে ২০ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ২২ জন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকছে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...