কুমিল্লা, জুন ১৫, (কুমিল্লাওয়েব ডট কম) :
দেবিদ্বার পৌর এলাকায় লাকী ব্রিকস ফিল্ড মালিক- শ্রমিক এর মধ্যে সোমবার লাকি ব্রিকস ফিল্ডে সাইলচর ও চাঁপানগর গ্রামের লোকজন সালিশী বৈঠকে বসে। বৈঠকে একটি রায় ও হয়েছিল। পরে তুচ্ছ ঘটনা নিয়ে ব্রিকস ফিল্ড সামনে কুমিল্লা-সিলেট মহাসড়কে দু’গ্রুপের সংঘর্ষ লেগে যায়। এ সময় এক ব্যক্তির ধাক্কায় দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামের আবদুর রশিদের পুত্র সাদ্দাম হোসেন (১৮) চলন্ত ট্রাকের নিচে পড়ে ঘটনার স্থলেই মারা যায়। ওই সংঘর্ষে ৫ জন আহত হয়। গুরুতর তিনজনকে দেবিদ্বার স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়।
এস আই আনোয়ার হোসেন জানান, নিহতের বড় ভাই মোস্তফা কামাল বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। এদিকে নিহত সাদ্দামের বাড়িতে ছলছে কান্নার রোল। মা- বাবা বলেন, তার ছেলের কোন দোষ নেই। মারা যাওয়ার ১০ মিনিট আগে বাড়ি থেকে বের হয়ে গেছে। দুপুরের খাবার ও খায়নি। কাজের টাকা আনতে গিয়েছিল। টাকা নিয়ে আর বাড়ি ফিরল না, ফিরল লাশ হয়ে। ঘটনার স্থলে গিয়ে ব্রিক্সস ফিল্ডের ম্যানেজারকে ডাকতে বলায় ম্যানেজার সাংবাদিকদের সামনে না এসে অন্যদিকে পালিয়ে যান। মালিক পক্ষের কোন লোক পাওয়া যায়নি। আহত হালিম ও জলিল বলেন, আলমগীরসহ কয়েকজন লোক আমাদের ওপর এলোপাতাড়ি মারধর শুরু করলে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ি। আমরা কোন পক্ষের লোক না, আমরা সালিশ দেখতে এসেছিলাম।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...