ইন্টারন্যাশনাল ডেস্ক, ১২ জুন (কুমিল্লাওয়েব ডট কম) :
ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে ইসরাইলি যুদ্ধবিমানকে সৌদি আরবের আকাশসীমা ব্যবহারের সুযোগ দিতে যাচ্ছে দেশটি। এ উদ্দেশ্যে সৌদি আরব বেশ কয়েকটি সামরিক মহড়াও চালিয়েছে বলে জানা গেছে। পরিচয় গোপন রাখার শর্তে মার্কিন প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, সৌদি আরব ইসরাইলকে তার আকাশসীমা ব্যবহার সংক্রান্ত ছাড়পত্র দিয়েছে।ইরানে হামলায় ইসরাইলি যুদ্ধবিমানের আকাশপথ ব্যবহারের সময় নিজেদের যুদ্ধবিমান নিরাপদ এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা অকার্যকর রাখতে সৌদি সামরিক বাহিনী কয়েক দফা মহড়া দিয়েছে।
সূত্রটি জানায়, ‘সৌদি আরব আকাশসীমা অতিক্রমে ইসরাইলকে অনুমতি দিয়েছে। অবশ্য সম্ভাব্য এ হামলা চালানোর ক্ষেত্রে ইসরাইল সৌদি আকাশসীমা ছাড়া বিকল্প পথও বিবেচনায় রেখেছে।’অপর এক প্রতিবেদনে সৌদি প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, ইরানের বিরুদ্ধে ইসরাইলের দীর্ঘমেয়াদী সামরিক পরিকল্পনার অংশ হিসেবে দেশটির সঙ্গে সৌদি আরব একটি চুক্তি সই করেছে। উভয় দেশই ইরানের পরমাণু কর্মসূচির ঘোরবিরোধী হিসেবে তারা এ ঐক্যমত্যে পৌঁছায়।ইসরাইল মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যার দুই শতাধিক পরমাণু অস্ত্র রয়েছে। অন্যদিকে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বন্ধে ইসরাইল দেশটির পরমাণু স্থাপনায় হামলার হুমকি দিয়ে আসছে।
সূত্র: প্রেসটিভি অনলাইন।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...