
শুক্রবার দুপুরে কুমিল্লা টাউন হল মিলনায়তনে ডেসটিনি ২০০০ লি: এর রিয়াল নেটওয়ার্ক এসোসিয়েশন (ঢাকা ২০) এর নব সিলভার এক্সজিকিউটিব মো: নাজমুল হক বাতেন এবং সাইদুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়।
গোল্ড এক্সিজিকিউটিব মো: জাহাঙ্গির আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেসটিনি ২০০০ লি: এর রিয়াল নেটওয়ার্ক এসোসিয়েশন (ঢাকা ২০) এর পিএসডি মো: মহিউদ্দিন মনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেসটিনি ২০০০ লি: এর রিয়াল নেটওয়ার্ক এসোসিয়েশন (ঢাকা ২০) এর পিএসডি মো: মিজানুর রহমান। বিশেষ প্রশিক্ষণ প্রদান করেন প্লাটিনাম এক্সজিকিউটিব মো: জিসান আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আশিক চন্দ্র মল্লিক, মোহাম্মদ আলী, মো: মনির আহমেদ, মো: সেলিম মিয়া, সাংবাদিক মো: আক্তার হোসেন, মুন্সী মো: ইসমাইল, মো: রাসেল সরকার, মো: মোজ্জামেল, রিয়াজ উদ্দিন রানা, লাকী আক্তার প্রমুখ।