ব্রাহ্মণপাড়া সংবাদদাতা :
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ভাংঙ্গরা বাজার থেকে ট্রাক ভর্তি ১ হাজার ৩৪পিস ভারতীয় শাড়ী উদ্ধার করেছে বিডিআর । গোপন সংবাদের ভিত্তিতে ৩৩রাইফেল ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্ণেল ফখরুদ্দিন আহমদের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সোমবার গভীর রাতে জেলার ব্রাহ্মণপাড়ার ভাংঙ্গরা বাজার থেকে একটি ট্রাকে (ঢাকা নং-৪৩৮১) তল্লাশি চালিয়ে ১ হাজার ৩৪ পিস ভারতীয় জর্জেট শাড়ি উদ্ধার করেছে। উদ্ধারকৃত শাড়ির মূল্য ৫১ লক্ষ ৯০ হাজার এবং ট্রাকের মূল্য ২০ লক্ষ টাকা । উদ্ধারকৃত শাড়ী কাষ্টমসে জমা দেয়া হয়েছে। ৩৩ রাইফেল ব্যাটালিয়ন এর অধিনায়ক মাদকদ্রব্য ও চোরাচালান রোধে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...