
মঙ্গলবার সকালে ক্যান্সারে আক্রান্ত গরিব রোগীদের চিকিৎসার্থে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সমাজসেবা মন্ত্রনালয় কর্তৃক প্রাপ্ত ৩ জনকে ৫০ হাজার টাকা করে চেক প্রদাণ করা হয়। চেক প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ ভূইয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: কবির আহমেদ। ক্যান্সারে আক্রান্ত গরিব রোগীদের চিকিৎসার্থে ৫০ হাজার টাকা করে চেক প্রাপ্ত ব্যাক্তিরা হলো উপজেলার জাফরগঞ্জ গ্রামের মৃত আফসর উদ্দিন আহামেদের ছেলে হাজী মিজানুর রহমান মনি, খলিলপুর গ্রামের মৃত জুনাব আলীর ছেলে আব্দুল হাকিম, বারুর গ্রামের মৃত আয়েত আলীর ছেলে রফিকুল ইসলাম। জানা যায়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ক্যান্সারে আক্রান্ত গরিব রোগীদের চিকিৎসার সাহাজ্যের জন্য দেবিদ্বার থেকে ১২ জন আবেদন করলে ওই তিন ব্যাক্তির আবেদন মঞ্জুর করা হয়।