সাকিল মোল্লা :
কুমিল্লা জেলা পরিষদ মিলনায়তনে ৫জুন শনিবার সকালে ভিশন ২০২১, ডিজিটাল বাংলাদেশ ‘উপজেলা পর্যায়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন কর্মসূচির আওতায় অবহিত করন সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ৮০টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ৫টি করে কম্পিউটার, ২টি মডেম, নগদ ৩০ হাজার টাকা এবং বিভিন্ন কম্পিউটার সামগ্রী প্রদান করা হয়।
কুমিল্লা জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জামাল হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদের সচিব এম. আব্দুল আজিজ এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক মোঃ মাহফুজুর রহমান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এ.এফ আজাদ।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...