স্টাফ রিপোর্টার, চান্দিনা
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি চান্দিনা শাখার নেতৃবৃন্দ গত বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করে। দাবিগুলো হলো- সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দান, পদমর্যাদা অনুযায়ী স্কেল প্রদান, সহকারি শিক্ষকদের বেতন স্কেল প্রধান শিক্ষকদের নিম্নধাপে নির্ধারন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে করণিক নিয়োগ, বিভাগীয় সকল পদে ১০০% পদোন্নতি।
মানববন্ধন শেষে বক্তব্য রাখেন, চান্দিনা শাখার সভাপতি বিলকিস আক্তার, সহ-সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, আক্তারুজ্জামান, আফরোজা আক্তার, পারভিন আক্তার, অহিদুজ্জামান, গৌতম কুমার দে প্রমুখ। সংগঠন নেতৃবৃন্দ মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোহাম্মদ ভূইয়াকে তাদের দাবি সম্পর্কে অবহিত করেন।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...