জুন ০২,২০১০ (কুমিল্লাওয়েব ডট কম) :-
দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশনা বাতিল ও এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা মওদুদ আহমেদ। দৈনিক আমার দেশ’ পত্রিকা বন্ধ ও এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করায় গত মঙ্গলবারকে গণতন্ত্রের জন্য ‘কালো দিন’ বলে আখ্যায়িত করেছেন তিনি।জাতীয় সংসদের বুধবারের অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে দাড়িয়ে মওদুদ বলেন, “এখন দেশে সংবাদপত্রের স্বাধীনতা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হয়ে গেছে। মন্ত্রীদের জিজ্ঞেস করলে তারা কিছুই বলতে পারছেন না। তাহলে কি কোনো অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে ?” তিনি আমার দেশ প্রত্রিকা বন্ধের আদেশ প্রত্যাহারের দাবি জানান।
তিনি আরো বলেন, “গণতন্ত্রের জন্য কলংকময় দিন ছিলো গতকাল (মঙ্গলবার)।” তত্ত্বাবধায়ক সরকারের ধারাবাহিকতায় এখনো মহাজোট সরকারের কার্যক্রম চলছে। সরকারের নীতিনির্ধারকদের হুঁশিয়ার করে দিয়ে মওদুদ বলেন, “একজন মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করেছেন। ১৫ কোটি মানুষকে গ্রেপ্তার করতে পারবেন না।”
বিএনপির এই নেতা বলেন, বর্তমান সরকারের কার্যকলাপ দেখে মনে হচ্ছে, বিগত সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ধারায় তারা অবৈধভাবে সরকার চালাচ্ছে।
মইনউদ্দীন-ফখরুদ্দীনের অবৈধ সরকার আর বর্তমান মহাজোট সরকারের কর্মকাণ্ডের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তিনি বলেন, আজম জে চৌধুরীর মামলা করার এক দিনের মধ্যেই যেভাবে সেদিন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছিল। আজ একই কায়দায় আমার দেশ পত্রিকার সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...